যে কারণে ন্যাচারাল বাইপাস চিকিৎসা
পৃথিবীতে যত কারণে মানুষের মৃত্যু হয়, একক কারণ হিসেবে হৃদরোগ এর মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশে হৃদরোগের হার নিয়ে বিশেষ কোনো পরিসংখ্যান নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, পৃথিবীতে প্রতিবছর হৃদরোগে এক কোটি পঁচাত্তর লাখ মানুষ মারা যায়, যা মোট মৃত্যুর ৩১ শতাংশ। এর ৮০ শতাংশই স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোয়। সুনির্দিষ্ট তথ্য না থাকলেও বিশেষজ্ঞদের ধারণা, এসব দেশের হৃদরোগীর সংখ্যা প্রায় দুই কোটি। হৃদরোগীদের জন্য বেসরকারি পর্যায়ে গত কয়েক বছরে অসংখ্য হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে, যা রোগের আধিক্য প্রমাণ করে। ন্যাচারাল বাইপাস বিজ্ঞানভিত্তিক এমন এক চিকিৎসা-প্রযুক্তি, যার কল্যাণে মানুষ দীর্ঘদিনের বিড়ম্বনা থেকে রক্ষা পাচ্ছে।
ন্যাচারাল বাইপাস : হৃদরোগ চিকিৎসায় এটি অত্যাধুনিক ও প্রায় শতভাগ সফল কার্যকর পদ্ধতি। কম্পিউটারাইজড স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে ন্যূনতম ৩৫টি সেশনে চিকিৎসা নিলে হৃদপি-ের অব্যবহৃত সুপ্ত রক্তনালিগুলো সচল হয়ে ওঠে এবং হৃদপিণ্ডে রক্ত সরবরাহ বৃদ্ধি করে। মেশিনটির নাম ইসিপি (ECP)। এ পদ্ধতিতে চিকিৎসা নিলে কাটাকাটি ছাড়াই হৃদরোগজনিত বুকব্যথার উপশম হয়। কারণ হৃদপিণ্ডের রক্তনালির ব্লকের বাইপাস হয়ে যায়। এর নামই ন্যাচারাল বাইপাস। অর্থাৎ ব্লক বা হার্ট অ্যাটাকজনিত হৃদরোগের চিকিৎসার (বাইপাস অপারেশন বা স্টেন্টিং) প্রয়োজন হয় না।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- বাইপাস সার্জারি
- বাইপাস