আমি সিঙ্গল: টাইগার
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৫
টাইগার শ্রফ, দিশা পটানির সম্পর্কে কি ইতি? প্রেম ভেঙেছে তাদের? বেশ কয়েক সপ্তাহ ধরে এই একটা প্রশ্নে সরগরম বলিউডে। যদিও নিজেদের সম্পর্কের কথা কখনও প্রকাশ্যে স্বীকার করেননি টাইগার-দিশার কেউই। কখনও বিমানবন্দরের সামনে, কখনও আবার রেস্তরাঁ, শহরের ইতিউতি চোখ রাখলেই তাদের একসঙ্গে ফ্রেমবন্দি করত পাপারাৎজি।
কিন্তু আদতে টাইগার-দিশার সম্পর্কের রহস্যটা কী? সেই গোপন তথ্যই ফাঁস করলেন অভিনেতা। কারন জোহরের শো-তে এসে জানিয়ে দিলেন নিজের সম্পর্কের আসল সত্য। টাইগার বলেন, ‘আমি সিঙ্গল, কোনও সম্পর্কেই নেই। এক জনকে ভাল লাগতো। তবে সে দিশা নয়।’ কারন সোফায় বসলেই সব গোপন নিজে থেকেই বলে ফেলেন বলি তারকারা। আবার অনেকের সুপ্ত বাসনাও পূর্ণ হয়ে যায়। দিশা আর টাইগারের সম্পর্কের ভাঙন সংক্রান্ত বিষয়ে প্রশ্ন উঠতেই সটান উত্তর দিলেন নায়ক। বরং ফাঁস করলেন তার ভাল লাগার মানুষের নাম।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর, ২ মাস আগে
১ বছর, ৫ মাস আগে
২ বছর, ৩ মাস আগে
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৪ মাস আগে