ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করলো রাশিয়া

সমকাল ইউরোপ প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২, ২০:৪০

নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে রাশিয়া। বন্ধের কারণ হিসেবে বলা হয়েছে সংস্কারের কথা। খবর বিবিসির।


রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম জানিয়েছে, নর্ড স্ট্রিম-১ পাইপলাইনে আগামী তিনদিন বিধিনিষেধ থাকবে।



মস্কো অবশ্য এ পাইপলাইনের মাধ্যমে আগেই গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছিল। তবে পশ্চিমারা গ্যাসকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করার যে অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে এনেছে তা প্রত্যাখ্যান করেছে পুতিনের দেশ।এ পাইপলাইন উদ্বোধন করা হয়েছে ২০১১ সালে। এর মাধ্যমে প্রতিদিন সর্বোচ্চ ১৭০ মিলিয়ন কিউবিক মিটার গ্যাস পাঠানো যায় ইউরোপে।



এ পাইপলাইন জুলাইয়ে ১০ দিনের জন্য বন্ধ ছিল। তখনও বলা হয়েছিল সংস্কারের কথা।্সরাশিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, এ পাইপলাইনের মাধ্যমে এখন সক্ষমতার মাত্র ২০ শতাংশ গ্যাস সরবরাহ করা হচ্ছিল।জার্মানির নেটওয়ার্ক রেগুলেটরের প্রেসিডেন্ট ক্লাউস মুয়েলের বলেন, আমি মনে করি, আমরা এ ধাক্কা মোকাবিলা করতে পারব। আমি বিশ্বাস করি রাশিয়া শনিবার সরবরাহ শুরু করবে। তবে কেউ তা নিশ্চিতভাবে বলতে পারে না।



ইউরোপের নেতাদের ভয়, রাশিয়া গ্যাসের দাম বাড়াতে সরবরাহ বন্ধ রাখার মেয়াদ বাড়াতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও