আমরা সঠিক পথে আছি : কাবরেরা

কালের কণ্ঠ প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২, ২০:১৮

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেওয়ার পর ক্যাম্পের জন্য এবারই লম্বা সময় পেয়েছেন হাভিয়ের কাবরেরা। প্রথম দুই এসাইনমেন্টে অনুশীলনের তেমন সুযোগ না পাওয়ায় সবকিছু নিয়ে কাজ করতে পারেনি এই স্প্যানিয়ার্ড। কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে ম্যাচের আগে লম্বা সময় পাওয়ায় খেলোয়াড়দের দূর্বলতা ও শক্তিমত্তার সবদিক নিয়ে কাজ করছেন তিনি। পঞ্চম দিনের অনুশীলনের পর কাবরেরা বললেন, সঠিক পথেই আছে দল।


অনুশীলনের প্রথম চার দিনে ফুটবলারদের ফিটনেসের উন্নতি কীভাবে করা যায় সেটা নিয়ে কাজ করিয়েছেন কাবরেরা। পঞ্চম দিনে এসে খেলিয়েছেন ম্যাচ। ম্যাচ কেমন হয়েছে সেটা ব্যাখ্যা করতে গিয়ে কাবরেরা বলেছেন,'আমি মনে করি ছেলেদের ফিটনেসে উন্নতি হচ্ছে। তারা খুব কষ্ট অনুভব করছে, যেহেতু হার্ড ট্রেনিং হচ্ছে। কিন্তু এটাই স্বাভাবিক। ছুটি শেষে ফেরায় তাদেরকে আমরা অনেক কাজ দিয়েছি, অনেক রানিং করাচ্ছি, লম্বা ট্রেনিং সেশন করাচ্ছি। ছেলেরা খুবই হেভি অনুভব করছে। কিন্তু তারপরও ছেলেরা আজ ৩০ মিনিটের ম্যাচ খেলেছে, ফলাফল বেশ ইতিবাচক। '


গত এশিয়ান কাপ বাছাইয়ের আগের সব বিভাগ নিয়ে কাজ করার তেমন সুযোগ হয়নি কাবরেরার। এবার যথেষ্ট সময় পাওয়ায় দুর্বলতাগুলো কাটিয়ে উঠার লক্ষ্য তার। সেক্ষেত্রে রক্ষণভাগে বেশ উন্নতি হয়েছে মনে করেন কাবরেরা। এখন মাঝ মাঠ ও আক্রমণভাগে আরো উন্নতির আশা তার,'রক্ষণ নিয়ে কাজ করার ক্ষেত্রে আমরা অনেক উন্নতি করেছি। এখন আমরা সামনের দিকে এগুচ্ছি, মানে আক্রমণে ওঠার দিক নিয়ে কাজ করছি। জুনে আমরা যে সময়টা পাইনি, এখন সেটা পাচ্ছি। '


প্রায় ২৫ দিনের ছুটি কাটিয়ে আসায় খেলোয়াড়দের ফিটনেস নিয়ে বেশ সতর্ক ছিলেন কাবরেরা। কার কেমন অবস্থা সেটাও পরখ করে দেখেছেন তিনি, এবং এখন পর্যন্ত দল সঠিক পথেই আছে দাবি করেন কাবরেরা,'কার শরীর ভারী, কার কেমন ফিটনেসের অবস্থা-সেগুলো আমরা জানি এবং সে অনুযায়ী কাজ করছি। কেউ কেউ ব্যথা নিয়ে নয়, অস্বাচ্ছন্দ্যবোধ নিয়েও খেলেছে। আমরা চেয়েছি ছেলেরা অস্বাচ্ছ্বন্দ্যবোধ করুক। আমরা চাই আরও বেশি ফিট হওয়ার জন্য তারা কষ্ট অনুভব করুক এবং এটা ছেলেরাও জানে তাদের আরও ধারাল হতে হবে এবং ত্যাগ স্বীকার করতে হবে। অবশ্য এখনও অনেক কিছু বাকি আছে, কিন্তু আমরা সঠিক পথে আছি। '

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও