![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2022-08%2Fcc9211c7-a4d5-48f4-ada9-b3c4744954af%2Fcollin_de_grandhomme_retires_310822_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=700)
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ডি গ্র্যান্ডহোম
বিগ ব্যাশের ড্রাফটে কলিন ডি গ্র্যান্ডহোমের থাকা নিয়ে যে পরিস্থিতির তৈরি হয়েছিল, তাতেই সম্ভাব্য ভবিষ্যতের একটু আঁচ পাওয়া যাচ্ছিল। শেষ পর্যন্ত সেই উত্তাপের ছোঁয়া পুরোপুরিই পাওয়া গেল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন নিউ জিল্যান্ডের এই অলরাউন্ডার।
তিন তিনেক আগে বিগ ব্যাশের ড্রাফটে ডি গ্র্যান্ডহোমকে দলে নেয় অ্যাডিলেইড স্ট্রাইকার্স। সেই খবরে বিস্ময় প্রকাশ করে নিউ জিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। কারণ ডি গ্র্যান্ডহোম তাদের চুক্তিবদ্ধ ক্রিকেটার, কিন্তু বিগ ব্যাশে খেলতে চাওয়ার কথা তিনি জানাননি। যে সময়টায় সামনের বিগ ব্যাশ, সেই সময় নিউ জিল্যান্ড দলের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা আছে।
এনজেডসি তখন বলেছিল, ডি গ্র্যান্ডহোমের সঙ্গে কথা বলে তারা একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা করছে। এনজেডসির সংবাদ বিজ্ঞপ্তি থেকেই বুধবার জানা গেল সেই সমাধান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়!