![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2022/08/online/photos/Mikhail-Gorbachev-samakal-630ecf40c2f7d.jpg)
সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ মারা গেছেন
সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। মঙ্গলবার সন্ধ্যায় মস্কোর একটি হাসপাতালে তিনি মারা যান।
মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হসপিটাল বলেছে, গর্বাচেভ দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ থেকে মঙ্গলবার সন্ধ্যায় মারা যান। খবর রাশিয়ান বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স, তাস ও আরআইএ নোভোস্তির।