নগদ ফাইন্যান্সের প্রাথমিক অনুমোদন
দেশের কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান এখন গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না। ঠিক এই সময়ে ‘নগদ ফাইন্যান্স পিএলসি’ নামের নতুন একটি আর্থিক প্রতিষ্ঠানের নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আজ মঙ্গলবার এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। গত ১২ জুলাই যোগ দেওয়ার পর এটাই ছিল গভর্নরের প্রথম পর্ষদ সভা।
নগদ নামে বর্তমানে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) দেশে কার্যক্রম পরিচালনা করছে। নগদ এমএফএসের সঙ্গে নগদ ফাইন্যান্সের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন এমএফএস প্রতিষ্ঠান নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ।
জানা যায়, বাংলাদেশ ব্যাংকের আজকের পর্ষদ সভায় নগদ ফাইন্যান্সকে লেটার অব ইনটেন্ট (এলওআই) বা আগ্রহপত্র দেওয়ার সিদ্ধান্ত হয়। এলওআই হলো কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অনুমোদনের প্রাথমিক ধাপ। যার মাধ্যমে নগদ ফাইন্যান্সকে অনুমোদন দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন পরবর্তী কার্যক্রম সম্পন্ন করে বাংলাদেশ ব্যাংকে আবেদন করলেই আর্থিক প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন পাবে নগদ ফাইন্যান্স পিএলসি।