You have reached your daily news limit

Please log in to continue


চুলের ছাঁটে স্মার্ট

কম্ব ওভার হেয়ার কাট


এই চুলের কাটটি সেই সব পুরুষের জন্য যথার্থ, যাঁরা কোনো মেকি ভাব ছাড়াই ফরমাল লুক নিতে চান।


এ কাটটি ক্ল্যাসিক এবং সব সময়ের সঙ্গে মানানসই। একেবারেই ক্লিন শেভের চেয়ে মুখে দাড়ির সঙ্গে মানিয়ে গিয়েই বরং এই চুলের কাটটি দারুণ লুক তৈরি করে।



আধুনিক লুক নিতে যে পুরুষদের ভুল হয় না, চুলের এই ছাঁট তাঁদের জন্য। এই ছাঁটটিতে মাথার মাঝখানের অংশের চুল যদিও কিছুটা অগোছালো থাকে, কিন্তু বেশ কিছুদিন ভালোভাবে আঁচড়ে রাখা গেলে একসময় তা সেট হয়ে যায়। এই ছাঁটটি পেশাদার ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া সবার জন্যই মানানসই। 

মেসি হেয়ার 

মেসি হেয়ার কাট স্পোর্টি, উচ্ছলতা ও সৃজনশীলতার পরিচয়ই বহন করে। ক্যাজুয়াল লুক দেয় বলে এ ছাঁট পুরুষদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। চুল লম্বা হোক বা ছোট, মেসি স্টাইলে প্রায় সবাইকে মানিয়ে যায়। আর হ্যাঁ, করপোরেট পুরুষদের চিন্তার কিছু নেই। অফিসে যাওয়ার আগে চিরুনি খানিক বুলিয়ে নিলেই হলো। 

আফ্রো

এই ক্ল্যাসিক চুলের কাটটি ষাট ও সত্তরের দশকে বেশ জনপ্রিয় ছিল। তবে এই ছাঁট আবার ফিরে এসেছে এবং কোঁকড়া চুলের লোকজনের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। আফ্রো কেবল একটি চুলের স্টাইল নয়। এটি বিশেষ করে কৃষ্ণাঙ্গ পুরুষদেরও আত্মপরিচয় ও আত্মসচেতনতার প্রতীক। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন