You have reached your daily news limit

Please log in to continue


তেলের দাম কমেছে, এবার পণ্যের দাম কমান

ডিজেল-অকটেন-পেট্রোল-কেরোসিনের দাম লিটারে ৫ টাকা করে কমায় দেশের অর্থনীতির ওপর চাপ কমবে বলে মনে করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

আজ (মঙ্গলবার) সংগঠন‌টির পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি তুলে ধরা হয়েছে। 
 
জ্বালানি তেলের দাম কমানোর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদও জানিয়েছেন। 


শুল্ক-কর প্রত্যাহার করে জ্বালানি তেলের মূল্য পুনঃসমন্বয়ের অনুরোধ জানিয়ে গত ১৪ আগস্ট প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিল এফবিসিসিআই। ২৮ আগস্ট ডিজেলের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ ও ৫ শতাংশ আগাম কর প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড।

এফবিসিসিআই সভাপতি মনে করেন অর্থনীতির ওপর চাপ এড়াতে প্রধানমন্ত্রীর সময়োপযোগী দিক নির্দেশনা অনুযায়ী রাজস্ব বোর্ড জ্বালানি তেলের ওপর থেকে শুল্প হ্রাস ও কর প্রত্যাহারের মতো অর্থনীতিবান্ধব সিদ্ধান্ত নিয়েছে।

জ্বালানি তেলের দাম কমায় পণ্য উৎপাদন ও পরিবহন খরচসহ সামগ্রিক ব্যবসার ব্যয় কমবে। কৃষিখাতে সেচও আগের তুলনায় সাশ্রয়ী হবে। এর ফলে সামগ্রিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণও সহজ হবে বলে মনে করে এফবিসিসিআই। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন