বাগমারায় পুলিশের বাধায় বিএনপির সমাবেশ পণ্ড, আহ্বায়ককে নাজেহাল
রাজশাহীর বাগমারায় পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশ পৌর বিএনপির আহ্বায়কের কলার ধরে টানাহেঁচড়া করে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ভবানীগঞ্জ পৌর শহরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানা যায়, জ্বালানি তেল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ভবানীগঞ্জ পৌর বিএনপি আজ বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। বিকেল সাড়ে চারটায় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের দুই শতাধিক নেতা-কর্মী অংশ নেন। গোডাউন মোড়ের দলীয় কার্যালয় থেকে মিছিল বের হলে পুলিশ সেখানেই আটকে দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের বাগ্বিতণ্ডা হয়।
একপর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলের চেষ্টা করা হয়। এ সময় কার্যালয়ের সামনে সমাবেশ করার চেষ্টা করেন দলীয় নেতারা। সেখানে বক্তব্য দেওয়ার সময় পৌর যুবদলের সাবেক সভাপতি আলাউদ্দিনকে পুলিশ আটক করে কিছুক্ষণ পর ছেড়ে দেয়। পরে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মিছিলের নেতৃত্ব দেওয়া পৌর বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান ওরফে বল্টুকে টি–শার্টের কলার ধরে টেনেহেঁচড়ে গাড়িতে তোলার চেষ্টা করে পুলিশ। পরে দলের অন্য নেতারা তাঁকে ছাড়িয়ে নেন।