রজোবন্ধ নিয়ে প্রচলিত ভুল ধারণা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২, ১৮:০৮

নির্দিষ্ট বয়স হলেই যে ঋতুস্রাব একেবারে বন্ধ হওয়ার লক্ষণ দেখা দেবে, সেটা ঠিক না।


রজোবন্ধ হল নারীর জীবনের সেই পর্যায় যখন ঋতুস্রাব বন্ধ হয়ে যায় চিরতরে। বহুবছর ধরে ঋতুস্রাবের ব্যথা, মানসিক অস্বস্তি, ‘মুড সুইং’ সহ্য করার পর রজবন্ধের ভাবনা নারীর কাছে সুখবর মনে হতে পারে। তবে রজবন্ধেরও আছে ভিন্ন অভিজ্ঞতা।


নারীর জীবনের শেষ ঋতুস্রাবের প্রায় ১২ মাস পর রজোবন্ধ হয়। এসময় প্রজননের জন্য কার্যকর দুটি হরমোন ‘ইস্ট্রোজেন’ ও ‘প্রোজেস্টেরন’ জৈবিকভাবেই কমে যায়। এই দুই হরমোনই তৈরি হয় ডিম্বাশয়ে। রজোবন্ধের আগের বছরগুলোকে বলা হয় ‘পেরিমেনোপজ’ বা ‘মেনোপজাল ট্রানজিশন’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও