You have reached your daily news limit

Please log in to continue


লক্ষ্মীপুরে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে খেলতে গিয়ে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে আফিয়া আক্তার নামে (২) এক শিশু মারা গেছে। মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের লাহারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু আফিয়া একই এলাকার তহশিলদার বাড়ির বিজিবি সদস্য সাইফুল ইসলাম সৌরভের মেয়ে। শিশুর চাচা মাহফুজুর রহমান সোহেল বলেন, আফিয়া খেলার সময় ঘরের পাশে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুর রহমান আলমগীর বলেন, শিশুটির মৃত্যুর ঘটনাটি জেনেছি। পরিবারের সদস্যদের সঙ্গে আমার কথা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন