You have reached your daily news limit

Please log in to continue


নতুন ড্যাপ কার্যকরের আগে ভবন নির্মাণের অনুমোদন নেওয়ার হিড়িক

নতুন ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) কার্যকরের আগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকায় ভবন নির্মাণের অনুমোদন নেওয়ার সংখ্যা হঠাৎ অনেক বেড়ে যেতে দেখা গেছে।

রাজউকের কর্মকর্তারা জানিয়েছেন, সংস্থা থেকে সাধারণত বছরে গড়ে চার হাজারের মতো ভবন নির্মাণের অনুমোদন হয়। কিন্তু নতুন ড্যাপ কার্যকরের আগে হঠাৎ আবেদনের সংখ্যা অনেক বেড়ে যায়। ফলে অনুমোদনের সংখ্যাও বেড়েছে।

আবেদনের সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে নতুন ড্যাপ দ্রুত কার্যকর হতে যাচ্ছে, এমন চিন্তা ভবনমালিকদের মধ্যে কাজ করেছে বলে মনে করেন রাজউকের কর্মকর্তারা।

২৩ আগস্ট নতুন ড্যাপের অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এটি ২০৩৫ সাল পর্যন্ত কার্যকর থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন