You have reached your daily news limit

Please log in to continue


আবারও পান্ত প্রসঙ্গে সরব ঊর্বশী

ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত আর বলিউড অভিনেত্রী ঊর্বশী রাওতেলার বাগ্‌যুদ্ধ চলছে অনেক দিন ধরে। দুই অঙ্গনের এ দুই তারকার সম্পর্ক নিয়েও জল ঘোলা হয়েছে অনেক। মাঝে কিছুদিন দু'জনেই নীরব ছিলেন। কিন্তু হঠাৎ আবার পান্ত প্রসঙ্গে সরব হয়ে উঠেছেন ঊর্বশী। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্বশী একটি পোস্ট দিয়েছেন।

লিখেছেন, 'আমার কাহিনি এখন পর্যন্ত না বলে তোমার মান বাঁচিয়ে চলেছি।' এই পোস্টে কারও নাম উল্লেখ না করলেও বুঝতে অসুবিধা হয়নি কাকে উদ্দেশ করে এ কথা বলেছেন ঊর্বশী। কারণ ২০১৮ সালে পান্তের সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল। শোনা গিয়েছিল, তাঁরা নাকি জমিয়ে প্রেম করছেন। একসঙ্গে পাপ্পারাজিদের ক্যামেরায়ও ধরা পড়েছেন তাঁরা। তবে শেষের দিকে এই সম্পর্ক তিক্ত হয়ে যায়। এর পর সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে বাক্যবাণে বিদ্ধ করে আসছিলেন। কখনও ঋষভ পান্ত তাঁর পোস্টে ঊর্বশীকে উদ্দেশ করে লিখেছেন, 'আমার পিছু ছাড় বোন।' আবার পান্তের উদ্দেশে ঊর্বশী লিখেছেন, 'শিশুর সঙ্গে সম্পর্ক হয় না।'


একে অপরের বিরুদ্ধে এমন অনেক কথাই লিখেছেন তাঁরা। এর পর থেমে গিয়েছিল বাগ্‌যুদ্ধ। কিন্তু হঠাৎ ঊর্বশীর নতুন পোস্ট অনেকের সামনে এই প্রশ্নই তুলে ধরেছে- ঊর্বশী-পান্তের সম্পর্কটা বন্ধুত্ব, নাকি শত্রুতার? নাকি এভাবেই আলোচনায় থাকতে চান তাঁরা? এসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি তাঁদের কাছ থেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন