যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার ঘটনায় পাকিস্তানকে দুষল আফগানিস্তান

যুগান্তর আফগানিস্তান প্রকাশিত: ২৯ আগস্ট ২০২২, ১৪:৩৮

যুক্তরাষ্ট্রের ড্রোন পাকিস্তান তাদের আকাশসীমা দিয়ে আফগানিস্তানে ঢুকতে দিচ্ছে বলে অভিযোগ করেছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার।


আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী রোববার প্রতিবেশী দেশের দিকে আঙুল তুললেও পাকিস্তান সরকার এ অভিযোগ অস্বীকার করেছে। খবর আনাদোলুর।


কাবুলে এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব বলেন, আমেরিকার ড্রোন পাকিস্তান হয়ে আফগানিস্তানে প্রবেশ করছে।


আমাদের হাতে এ ব্যাপারে তথ্য আছে। যুক্তরাষ্ট্র পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেছে।


আমরা পাকিস্তানকে বলছি, আমাদের বিরুদ্ধে আপনাদের আকাশসীমা ব্যবহার করতে দেবেন না।


প্রতিরক্ষামন্ত্রী ইয়াকুবের রোববারের এ বক্তব্যের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো সাড়া মেলেনি।


গত জুলাইয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে ড্রোন হামলা চালিয়ে আল কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরিকে হত্যা করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।


ইয়াকুবের মন্তব্য এমন সময়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে যখন আফগান তালেবান গোষ্ঠী পাকিস্তান এবং পাকিস্তানি একটি তালেবান গোষ্ঠীর মধ্যে আলোচনার মাধ্যমে মধ্যস্থতা করতে চাইছে।


আফগানিস্তান বাণিজ্যিকভাবেও পাকিস্তানের ওপর দারুণভাবে নির্ভরশীল। দীর্ঘ যুদ্ধের কারণে আগে থেকেই নাজুক আফগানিস্তানের অর্থনীতি তালেবান ক্ষমতায় আসার পর এখন ধসে পড়ার অবস্থায় রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও