যেকোনো যন্ত্রেই চলবে অ্যান্ড্রয়েড অ্যাপ
অন্য অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রেও ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড অ্যাপ। এ সুবিধা দিতে একাধিক অপারেটিং সিস্টেমে ব্যবহার উপযোগী সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট (এসডিকে) উন্মুক্ত করতে যাচ্ছে গুগল। এক ব্লগ বার্তায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, টুলটি কাজে লাগিয়ে অ্যাপ নির্মাতারা চাইলেই নিজেদের তৈরি অ্যাপকে বিভিন্ন অপারেটিং সিস্টেমে ব্যবহার উপযোগী করে তৈরি করতে পারবেন।
নতুন এ সুবিধা চালু হলে অ্যান্ড্রয়েড অ্যাপগুলো অন্য অপারেটিং সিস্টেমে চলা মুঠোফোন, ট্যাবলেট কম্পিউটারের পাশাপাশি টেলিভিশন, গাড়িসহ বিভিন্ন যন্ত্রে ব্যবহার করা যাবে। এরই মধ্যে অ্যাপ নির্মাতাদের জন্য এসডিকে টুলটির ডেভেলপার প্রিভিউ সংস্করণ উন্মুক্ত করেছে গুগল। প্রাথমিকভাবে সংস্করণটি অ্যান্ড্রয়েডে চলা মুঠোফোন ও ট্যাবলেট কম্পিউটারে ব্যবহার করা গেলেও ভবিষ্যতে অন্যান্য অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে কাজ করবে।
এ সুবিধা কাজে লাগিয়ে আইওএস, উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রের মধ্যে দ্রুত তথ্য বা ফাইল বিনিময়েরও সুযোগ মিলবে। তবে কবে নাগাদ এ সুবিধা চালু হবে, তা জানায়নি গুগল।