![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-09%252F22905b59-a9a8-4582-b680-f9bba81715f8%252Fstephen_phillips_hostreviews_co_uk_3Mhgvrk4tjM_unsplash.jpg%3Frect%3D0%252C156%252C1500%252C844%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.1)
জিমেইলে স্প্যাম ঠেকাবেন যেভাবে
অনেক সময় জিমেইল ব্যবহারকারীদের ইনবক্সে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণামূলক মেইল বা অবাঞ্ছিত অনেক মেইল এসে জমা হয়। বেশি বেশি স্প্যাম মেইল ইনবক্সে জমা হলে দরকারের সময় গুরুত্বপূর্ণ মেইল খুঁজে পেতে বেশ ঝামেলা হয়। তবে চাইলেই স্প্যাম বা অবাঞ্ছিত মেইল–প্রেরকদের ব্লক করে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
কম্পিউটারে স্প্যাম ই–মেইল ব্লক করতে হলে প্রথমে জিমেইল চালু করে স্প্যাম হিসেবে বিবেচিত মেইলটি খুলতে হবে। এবার মেইলটির ওপরের ডান পাশে থাকা উল্লম্ব তিনটি ডট মেনুতে ক্লিক করলে বেশ কয়েকটি অপশন পাওয়া যাবে। অপশনগুলো থেকে sender (ই–মেইল প্রেরকের নাম) নির্বাচন করলে একটি পপআপ বার্তা দেখা যাবে। এবার block চাপলেই ঠিকানাটি থেকে কোনো মেইল আসবে না।
একই পদ্ধতিতে অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেম চলা মুঠোফোন বা ট্যাবলেট কম্পিউটারেও স্প্যাম বা অবাঞ্ছিত মেইল–প্রেরকদের ব্লক করা যাবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্প্যাম মেইল
- বন্ধ