প্রিন্সেস ডায়ানার গাড়ি সাড়ে ৬ লাখ পাউন্ডে বিক্রি

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২, ১৬:৩৮

প্রায় ২৫ বছর আগে মারা যাওয়া প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত একটি গাড়ি নিলামে সাড়ে ৬ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। তিনি কালো রঙের ফোর্ড এসকর্ট আরএস টার্বো গাড়িটি ১৯৮৫ সালের আগস্ট থেকে প্রায় তিন বছর ব্যবহার করেছিলেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 


ব্রিটিশ রাজবধূ ডায়ানা চেলসির বুটিক শপ ও কেনসিংটনে গাড়িটির সঙ্গে ছবিও তুলেছিলেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। 


গাড়িটির নিবন্ধন নম্বর সি৪৬২ এফএইচকে। স্থানীয় সময় শনিবার ওয়ারউইকশায়ারের নিলামকারী প্রতিষ্ঠান সিলভারস্টোন গাড়িটি নিলামে তোলে। পরে চেশায়ারের একজন বাসিন্দা এটি কিনে নেন। 


নিলামকারী জোনাথন হামবার্ট বলেছেন, ডায়ানার গাড়িটির প্রতি অনেকের প্রবল আগ্রহ ছিল। প্রতিষ্ঠানটির গত ১২ বছরের ইতিহাসে এই নিলাম সবচেয়ে বেশি টেলিফোন বিড পেয়েছে। 


বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিলামটি ১ লাখ পাউন্ড থেকে শুরু হয়েছিল। অল্প কিছুক্ষণের মধ্যেই দুবাই ও যুক্তরাজ্যের ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। শেষে যুক্তরাজ্যের ক্রেতা নিলামটি জয় করেন। 


ডায়ানার ব্যবহৃত কালো রঙের এই আরএস টার্বো সিরিজ-১ গাড়িটিকে অনন্য মনে করা হয়। এর আগে গত বছরের জুনে ডায়ানার অন্য একটি গাড়ি নিলামে ৫২ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। 


১৯৯৭ সালের ৩১ আগস্ট ফ্রান্সের রাজধানী প্যারিসে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও