তাপ ব্যবহার করলেও ক্ষতি হবে না চুলের!
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২, ১১:৫৮
স্টাইল সরঞ্জামগুলো বেশিরভাগই তাপ প্রদানকারী। হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনার কিংবা কার্লিং আয়রন ব্যবহার করে চুল সাজাই আমরা প্রায়ই। তবে এগুলোর নিয়মিত ব্যবহারের কারণে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় চুল। আগা ফেটে যাওয়া, চুল ভেঙে যাওয়া কিংবা রুক্ষ হয়ে যাওয়ার অন্যতম কারণ এসব তাপ প্রদানকারী যন্ত্র। কিছু টিপস মেনে চললে এসব যন্ত্র ব্যবহার করেও চুল ভালো রাখা সম্ভব।
- হিট প্রটেক্টান স্প্রে ব্যবহার করুন চুলে। প্রথমে এই স্প্রে চুলে ভালো করে লাগিয়ে তারপর স্টাইল সরঞ্জাম ব্যবহার করবেন। এই স্প্রে চুলের ময়েশ্চার ধরে রাখে। ফলে তাপেও চুল রুক্ষ হয় না।
- যন্ত্র অতিরিক্ত গরম করবেন না। অনেকে মনে করেন যত বেশি গরম হবে ততই ভালো স্টাইলিং হবে চুলের। এই ধারণা ভুল। চুল অনুযায়ী তাপ প্রদান করুন। যেমন খুব বেশি পাতলা চুলে অতিরিক্ত গরম মেশিন ব্যবহার করবেন না।
- চুলের একই অংশে বারবার আয়রন ব্যবহার করবেন না। চুল ছোট ছোট ভাগে ভাগ করে তারপর ব্যবহার করুন আয়রন।
- কখনও ভেজা চুলে কার্লিং আয়রন বা স্ট্রেইটনার ব্যবহার করবেন না। এতে চুল খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।
- সপ্তাহে একদিন হেয়ার মাস্ক ব্যবহার করুন। চুল থাকবে প্রাণবন্ত।
- চুলে অবশ্যই নারিকেলের তেল ব্যবহার করবেন সপ্তাহে দুইদিন। চুল ভালো থাকবে।