এই দশ কারণে আমার ২৫ বছরের বিবাহিত সম্পর্ক শেষ হয়ে গেছে
ব্যক্তির পরিচয় গোপন রেখে তাঁর বয়ানে কারণগুলো জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’। জেনে নিন সেগুলো—
১. অল্পবয়সে বিয়ে
আমরা খুব অল্প বয়সে বিয়ে করি। সেই সময় আমাদের আবেগ সব যুক্তির ঊর্ধ্বে ছিল।
২. চুপ থাকা
এত ঝগড়া হতো যে, আমরা ঝগড়া এড়ানোর জন্য চুপ থাকতাম। এখন মনে হয়, চুপ থাকাতেই আমাদের ভেতরে অনেক দূরত্ব তৈরি হয়ে গিয়েছে।
৩. কথা না রাখতে পারা
আমরা একজন আরেকজনকে অনেক কিছুর জন্য কথা দিয়েছি। পরে সেগুলো রাখতে পারিনি। আর একজন আরেকজনকে দোষারোপ করেছি।
৪. বিশ্বাস
একটা সময় আমরা একজন আরেকজনের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছি। আর বিশ্বাস ছাড়া একটা সম্পর্ক অন্তঃসারশূন্য হয়ে পড়ে।
৫. আর্থিক সমস্যা
আপনি কোন খাতে অর্থ ব্যয় করবেন, কীভাবে করবেন, কোন খরচ কীভাবে হবে, দুজনের ভেতর সেই বোঝাপড়া থাকা উচিত। একসময় দেখা গেল, এটা আমাদের দুজনের ভেতর ব্যাপক সমস্যা তৈরি করছে। আর্থিক ব্যবস্থাপনা নিয়ে ভুল–বোঝাবুঝি যে কেবল টাকার অভাবে হয়, তাই কিন্তু নয়। আপনি কোন খাতে খরচ করছেন বা করছেন না, সেই বিষয়ে দুজনকেই সহমত হতে হয়।
৬. নেশাজাত দ্রব্যের প্রতি আসক্তি
সিগারেট থেকে শুরু করে অন্য কোনো নেশাজাত দ্রব্যের প্রতি আসক্তি আপনার বিবাহিত জীবন ধ্বংস করে ফেলবে। বিবাহিত সম্পর্কে হতাশ হয়ে আমি এগুলো ধরি। সেটি আমার সম্পর্ক যেটুকু অবশিষ্ট ছিল, সেটুকুও শেষ করে দেয়।