কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৬ মাসের মধ্যে বিশ্ববাজারে দাম না কমলে দেশের সবচেয়ে বড় সমস্যা হবে জ্বালানি: সালমান এফ রহমান

www.tbsnews.net প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২, ১৭:৫৩

আগামী ছয় মাসের মধ্যে বিশ্ববাজারে জ্বালানির দাম না কমলে  তা দেশের জন্য সবচেয়ে বড় সমস্যা হবে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।


শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অফিসে ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওক্যাব) নেতৃবৃন্দের সঙ্গে এক আলোচনায়  সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


তবে তিনি মনে করছেন, জ্বালানি বিষয়ে বাংলাদেশ বড় সংকট কাটাতে পেরেছে।  



আসছে শীতে লোডশেডিং কমে আসবে বলেও জানান তিনি।


একইসাথে জ্বালানি ও গ্যাস সংকট সমাধানে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।


তবে কয়লা উত্তোলনের বিষয়ে সরকার এখনই কিছু ভাবছে না জানিয়ে তিনি বলেন, আগামী কাল থেকেও উত্তোলন করতে গেলে ৪/৫ বছর সময় লেগে যাবে। 


এছাড়া বাংলাদেশ রাশিয়ার বিরুদ্ধে আরপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে যাবে না জানিয়ে তিনি বলেন, 'রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি করা না গেলেও সার ও খাদ্য শস্য আমদানি করা যাবে। ২৪ টি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ডিল করতে পারবে।' 


"বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ"। 


তবে লেনদেনের ক্ষেত্রে বিকল্প মুদ্রার বিষয়টি সরকার ভাবছে না বলেও জানান তিনি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও