You have reached your daily news limit

Please log in to continue


বঙ্গবন্ধু হত্যায় সবচেয়ে বেশি ষড়যন্ত্র জিয়ার : শামসুদ্দিন মানিক

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, যারা ধর্মনিরপেক্ষতা মেনে নিতে পারেনি, তারাই বঙ্গবন্ধুকে হত্যার পেছনে বড় ভূমিকায় ছিল। সবচেয়ে বেশি ষড়যন্ত্র করেছেন জিয়াউর রহমান, এটা বলতে দ্বিধা নেই। 

শনিবার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


শামসুদ্দিন মানিক বলেন, জিয়াউর রহমান মোটেও মুক্তিযোদ্ধা ছিলেন না, ছিলেন পাকিস্তানি চর। তিনি বড় হয়েছেন পাকিস্তানে। ভালো বাংলাও বলতে পারতেন না।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা ছিলেন একজন নামকরা রাজাকার। রুহুল কবির রিজভীর বাবাও ছিলেন রাজাকার। এমনকি তাদের অধিকাংশের রক্ত রাজাকারের রক্ত। সুতরাং তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাইবে না, এটাই স্বাভাবিক। 

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার কথা জোরালোভাবে উল্লেখ করেছিলেন। আজ যারা জিয়ার একদিনের হুইসেলের কথা বলে তাকে স্বাধীনতার ঘোষক বলেন, তারা ইতিহাস বিকৃত করছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ ২৫ বছরের ত্যাগের মাধ্যমে এ দেশের স্বাধীনতা অর্জন হয়েছে। বঙ্গবন্ধু শুধু একাত্তরে দেশকে নিয়ে ভাবেনি, অনেক আগে থেকেই ভেবেছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন