কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জন্মদিনে গ্রেপ্তার হয়ে ইচ্ছাপূরণ

প্রথম আলো প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২, ১৫:৪২

অস্ট্রেলিয়ান নারী জেন বিকটনের বয়স ১০০ ছুঁয়েছে। শততম জন্মদিনে এই নারীর মজার একটি ইচ্ছা পূরণ করেছে দেশটির পুলিশ। জেন গ্রেপ্তার হতে চাইতেন। এটাই ছিল তাঁর অনেক দিনের ইচ্ছা। কিন্তু অপরাধ না করলে একজন বয়োবৃদ্ধ নারীকে পুলিশ গ্রেপ্তার করবে কেন? তাই জেনের ইচ্ছা কোনোভাবেই পূরণ হচ্ছিল না।


অবশেষে ১০০তম জন্মদিনে তাঁর ইচ্ছাপূরণ হয়েছে। পুলিশ গ্রেপ্তার করেছে জেনকে। তবে তিনি কোনো অপরাধ করেননি, বরং বৃদ্ধ এই নারীর ইচ্ছাপূরণের জন্যই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।


গত বৃহস্পতিবার প্রকাশিত জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, জেন বিকটনের বাড়ি অস্ট্রেলিয়ার দক্ষিণ–পূর্বাঞ্চলীয় ভিক্টোরিয়া রাজ্যে। সম্প্রতি তাঁর ১০০তম জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে পার্টির আয়োজন করা হয়েছিল। সেই পার্টি থেকেই জেনকে কিছু সময়ের জন্য গ্রেপ্তার করে ভিক্টোরিয়া রাজ্যের পুলিশ। পরে জেনকে গ্রেপ্তারের সময়কার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে