লোডশেডিং: গরমে মারা যাচ্ছে মুরগি, ব্যবসা ‘গুটাচ্ছে’ খামারিরা
ছয় বছর আগে লেয়ার মুরগির খামার শুরুর পর ভালোই চলছিল ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মাহমুদপুর গ্রামের সাখাওয়াত হোসেনের। কিন্তু মহামারীকালীন সময় থেকে ব্যবসায় বিপত্তি আসতে থাকে।
তাছাড়া প্রচণ্ড গরমের কারণে প্রতিদিন তার খামারে ১০ থেকে ১৫ টি মুরগি মারা যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন এ খামারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সাখাওয়াত বলেন, “ব্যবসা শুরুর দিকে চার বছর ভালো কাটলেও করোনার সময় থেকে মুরগির খাবারের দাম দফায় দফায় বাড়ার কারণে অনেকটা চাপের মধ্যে আছি। গেল দুই বছর ধরে লস দিয়ে ব্যবসা টিকিয়ে রাখার চেষ্টা করছি।