You have reached your daily news limit

Please log in to continue


কমেছে ব্যক্তিগত গাড়ি আমদানি, বিক্রি নেমেছে অর্ধেকে

ব্যক্তিগত গাড়ি বিপণনকারী প্রতিষ্ঠান অটো মিউজিয়াম লিমিটেডের দুটি শোরুম রয়েছে ঢাকায়। একটি গুলশান-২ নম্বরে, অন্যটি বারিধারায়। রিকন্ডিশন্ড গাড়ি আমদানি করে সেগুলো বিক্রি করে প্রতিষ্ঠানটি। দুই শো রুম মিলিয়ে মাসে গড়ে ৫০টির মতো গাড়ি বিক্রি হতো। তবে গত তিন মাস প্রতিষ্ঠানটির গাড়ি বিক্রিতে ভাটা পড়েছে। বিক্রির পরিমাণ নেমে এসেছে মাসে গড়ে ২০-২৫ ইউনিটে।

অটো মিউজিয়াম লিমিটেডের স্বত্বাধিকারী হাবিব উল্লাহ ডন। একই সঙ্গে তিনি রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারক সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) সভাপতির দায়িত্বও পালন করছেন। গত তিন মাসে ব্যক্তিগত গাড়ির বিক্রি কমে যাওয়ার কারণ সম্পর্কে তিনি বণিক বার্তাকে বলেন, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে গাড়ির দাম বেড়ে যাওয়া, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং আমদানির এলসি করার ক্ষেত্রে শতভাগ মার্জিন আরোপ করায় ব্যক্তিগত গাড়ির বাজারে বিরূপ প্রভাব পড়েছে। বিশেষ করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়টি বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন