কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মেছতা দূর করা যায়

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২, ১১:৪৪

মেছতা ত্বকজনিত চর্মরোগ। নারী-পুরুষ উভয়ের হয়। তবে নারীদের বেশি হয়। নারীদের, মুখে, থুতনিতে, কপালে ও গালে হালকা বাদামি, কালো বা লালচে ছোপ দেখা যায়। এসব মেছতা নামে পরিচিত। মূলত ত্বকের রঞ্জক পদার্থ মেলানিনের পরিমাণ বেড়ে যাওয়াই এ রোগের কারণ। দিন যত যায়, রঙের গাঢ়ত্ব তত বাড়ে। আমাদের দেশে ২০ থেকে ৫০ বছর বয়সী নারীরা মেছতায় বেশি ভোগেন। এর আসল নাম মেলাজমা। অনেক নারীর মুখ ছাড়াও চিবুক ও বাহুর উপরিভাগে মেছতার কালো ছোপ পড়তে পারে। বর্তমানে মেছতার উন্নত চিকিৎসা রয়েছে। তাই দুশ্চিন্তার কিছু নেই। সাধারণত গর্ভধারণের সময় হরমোনের প্রভাবে অনেক সময় মুখে মেছতা দেখা দিতে পারে। এছাড়া বংশগতির প্রভাব, অতিরিক্ত সূর্যালোক, জন্মনিয়ন্ত্রণ বড়ি রোগটির ঝুঁকি বাড়ায়। হরমোনের সমস্যা, যেমন- থাইরয়েড বা ডিম্বাশয়ের সমস্যায় এ রোগ হতে পারে।


উপসর্গ : মেছতার প্রাসঙ্গিক কোনো উপসর্গ নেই। কোনো চুলকায় না। ব্যথা হয় না। শুধু কালো দাগ তৈরি করতে পারে। কতগুলো তিলজাতীয় জিনিস রয়েছে। যেমন- লিভাস নোটা, লিভাস আইটো। দেখতে অনেকটা কালো দাগ। তবে আসলে মেছতা নয়। এটি একপাশে হয়। মেছতা দুপাশেই হয়। এটি ছাড়া আর অন্য কোনো রোগ বিশেষ জড়িত নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে