কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মামলার সাক্ষী শালিক পাখি

ঢাকা পোষ্ট প্রভাষ আমিন প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২, ১০:৩৬

হোসেন সোহেল আমার খুবই পছন্দের মানুষ। একসময় আমরা সহকর্মীও ছিলাম। সোহেল আমাদের মতো সাধারণ নন। কাজের ক্ষেত্রই তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে। এই পাগলাটে, বাউন্ডুলে মানুষটি কাজ করেন প্রাণ-প্রকৃতি নিয়ে।


শুধু কাজ করেন বললে পুরোটা বলা হয় না। তিনি প্রকৃতি, বন, পাহাড়, প্রাণী ভালোবাসেন অন্তর দিয়ে। সেই ভালোবাসা তিনি তুলে আনেন গণমাধ্যমে। সোহেল একা নন, প্রাণ-প্রকৃতি নিয়ে কাজ করা মানুষের সংখ্যা এখন বাড়ছে।


প্রকৃতি নিয়ে কাজ আগে থেকেই হচ্ছে। তবে বন্য প্রাণী নিয়ে সচেতনতার কাজটা খুব বেশিদিনের নয়। আমাদের ছেলেবেলায় দেখেছি, মানুষ গুলতি বা এয়ারগান দিয়ে পাখি শিকার করছে। শিকার অনেক মানুষের শখ। কিন্তু আপনার যেটা শখ, সেটা তো এই প্রকৃতির অন্য প্রাণীর জন্য মৃত্যু। আর ধরিত্রী শুধু মানুষের নয়। পশু, পাখি, প্রাণী-সবার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও