২১ আগস্ট গ্রেনেড হামলা আর ‘নিপীড়িত’ চীনের মনস্তত্ত্ব

প্রথম আলো জাহেদ উর রহমান প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২, ০৮:৩৭

বীভৎস একটি ঘটনার ১৮ বছর পর সেটার মূল্যায়ন কেমন হওয়ার কথা—এ প্রশ্ন বারবার মনে এসেছে এ বছরের ২১ আগস্ট দিনটিতে। আওয়ামী লীগের জনসভায় বর্বর গ্রেনেড হামলার ১৮ তম বার্ষিকী পার হলো এ বছর। খুব মনোযোগ দিয়ে অনুসরণ করছিলাম রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ ব্যক্তি ও আপাত-অরাজনৈতিক ব্যক্তিরা এ ঘটনাকে এখন কীভাবে দেখেন। খেয়াল করলাম, বাংলাদেশের রাজনীতিতে এ ঘটনা এমন বীভৎস পরিস্থিতি তৈরি করেছে, যেটা ভেঙে ফেলেছে এ রাষ্ট্রের কাঠামোটিকেই। এটা কীভাবে, সে আলোচনায় যাওয়ার আগে তুলনীয় একটি বিষয় নিয়ে কিছুটা আলাপ করা যাক।


কমিউনিস্ট বিপ্লব সফল হওয়ার পর চীনা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে জাতীয় মনস্তত্ত্বে নানা মাধ্যমে একটি ধারণা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে ক্রমাগত। সেটা হচ্ছে ‘নিপীড়িত ও অপমানিত হওয়ার শতবর্ষ’ (সেঞ্চুরি অব হিউমিলিয়েশন)। মোটাদাগে এ সময় হচ্ছে ১৮৩৯ সাল থেকে কমিউনিস্টদের হাতে চীনের মূল ভূখণ্ডের শাসনভার যাওয়া পর্যন্ত (১৯৪৯ সাল)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও