হাওয়ার বিরুদ্ধে মামলা কোন ধারায়, জানতে চায় ডিরেক্টরস গিল্ড

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২, ২২:১১

নাট্যনির্মাতা অনন্য ইমন এবং চলচ্চিত্র পরিচালক মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে কোন ধারায় কোটি টাকার মামলা হল, বন অধিদপ্তরের কাছে তা জানতে চেয়েছে টেলিভিশন নাটক পরিচালকদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিরেক্টরস গিল্ড জানিয়েছে, নাটক নির্মাতারা বৃহস্পতিবার বন অধিদপ্তরের সঙ্গে এক ‘পূর্ব নির্ধারিত’ বৈঠকে মিলিত হয়েছিলেন। সেখানে তারা চারটি দাবি তুলে ধরেছেন কর্মকর্তাদের কাছে।


বন অধিদপ্তর অবশ্য বলেছে, সেটি কোনো ‘আনুষ্ঠানিক বৈঠক ছিল না’।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক সানাউল্লাহ পাটোয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিরেক্টরস গিল্ডের নেতৃবৃন্দ বসতে চেয়েছেন। তাদের সাথে আমাদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে।


“আমরা তাদের কথা শুনেছি এবং আমাদের দিক থেকে তাদেরকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি।”


সম্প্রতি ব্যাপক সাড়া জাগানো হাওয়া সিনেমায় শালিক পাখিকে খাঁচায় বন্দি রাখা, মেরে খাওয়া কিংবা শাপলা পাতামাছ ধরার দৃশ্যগুলো আইন লঙ্ঘনের নজির বলে প্রাণী অধিকারকর্মীরা অভিযোগ তোলেন।


এরপর সিনেমাটি দেখে পরিচালক মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে মামলা করে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।


এছাড়া ‘হাওয়া’র ছাত্রপত্র বাতিল এবং প্রদর্শন নিষিদ্ধের দাবি জানিয়ে এক আইনজীবীও পরে উকিল নোটিস পাঠান।


এদিকে গেল মার্চে নির্মাতা অনন্য ইমনের বিরুদ্ধে মামলা ঠুকে দেয় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনি। কারণ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডেতে একটি টেলিভিশনে প্রচারিত ‘শেষ গল্পটা তুমি’ নাটকের একটি দৃশ্যে খাঁচায় বন্দি টিয়া পাখি দেখান নির্মাতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও