You have reached your daily news limit

Please log in to continue


রইল সংসার! স্ত্রীর সঙ্গে নিত্য ঝগড়ায় তিতিবিরক্ত স্বামী ঘর বাঁধলেন ৮০ ফুট উঁচু তালগাছে

স্ত্রীর সঙ্গে নিত্য ঝগড়া। তিতিবিরক্ত স্বামী বাড়ি ছেড়ে ঘর বাঁধলেন গাছে। তা-ও যে সে গাছ নয়, ৮০ ফুট উঁচু তালগাছেই গত এক মাস ধরে রয়েছেন তিনি। পুলিশ এসে ওই ব্যক্তিকে নামাতে না পেরে ফিরে গিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মাউ জেলার কোপাগঞ্জে।

কোপাগঞ্জের বাসিন্দা বছর বিয়াল্লিশের রাম প্রবেশ। গত ছ’মাস ধরে স্ত্রীর সঙ্গে নিত্য গোলমাল চলছে। রামের অভিযোগ, স্ত্রী তাঁকে মারধরও করেন। এক দিন সব সহ্যের সীমা পেরিয়ে যায়। রাগের বশে বাড়িরই উঠোনের কোণে লম্বা তালগাছে চড়ে বসেন তিনি। সেই যে উঠলেন, আর নামার নাম নেই। তার পর এক মাস কেটে গিয়েছে। রাম রয়ে গিয়েছেন গাছেই।

রামের পরিবার সূত্রে জানা গিয়েছে, একটি লম্বা দড়ির ব্যবস্থা করা গিয়েছে। সময় বুঝে সেই দড়ি ঝুলিয়ে দেন রাম। খাবারদাবার বেঁধে দেওয়া হয়। আবার রামের টানে দড়ি ওঠে তালগাছের উপরে। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন হলেই একমাত্র মাটিতে নামেন রাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন