গাজীপুরে তিতাসের বিশেষ অভিযানে ৮০০ লাইন বিচ্ছিন্ন

বণিক বার্তা গাজীপুর প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২, ২০:১৯

গাজীপুরে তিতাসের এক বিশেষ অভিযানে অনুমোদনহীন ৮০০ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। আজ শুক্রবার গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ী ও শরীফপুর এলাকা থেকে এসব লাইন বিচ্ছিন্ন করা হয়।


তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওইসব এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয় । এসময় তিতাসের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কয়েকটি গ্রুপ বড়বাড়ী ও শরীফপুর এলাকার বিভিন্ন বাসা বাড়ীতে তল্লাশী চালিয়ে অবৈধ ও অনুমোদনের চেয়ে অতিরিক্ত চুলার সন্ধান পান। এ কারণে প্রায় ৪শ বাড়ীর ৮শটি চুলার লাইন বিচ্ছিন্ন করা হয় । এছাড়া ৩৫০ মিটার পাইপলাইন উচ্ছেদ করা হয় ।


অভিযান পরিচালনার সময় তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী  নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপব্যবস্থাপক প্রকৌশলী আসাদুজ্জামান আজাদ, আমিরুল ইসলাম, কে এইচ ফয়সাল আহমেদ, আমজাদ হোসেন, সহকারী প্রকৌশলী শেখ জাবের নূরানী,  রাকিব হাসান, উপসহকারী প্রকৌশলী জুয়েল রানা, অনিমেষ কুমার পাল, সহকারী কর্মকর্তা আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও