You have reached your daily news limit

Please log in to continue


৪৫ ইঞ্চি বাঁকানো পর্দার ওএলইডি গেমিং মনিটর

গেমারদের জন্য ৪৫ ইঞ্চি বাঁকানো পর্দার ওএলইডি (অরগানিক লাইট এমিটিং ডায়োড) প্রযুক্তির মনিটর তৈরি করেছে এলজি। আল্ট্রাগিয়ার ৪৫ জিআর ৯৫ কিউই মডেলের এ মনিটরের রিফ্রেশ হার ২৪০ হার্টজ। তাই এটিকে এলজির তৈরি সবচেয়ে বেশি রিফ্রেশ হার সুবিধার বাঁকানো পর্দার ওএলইডি মনিটর হিসেবে বিবেচনা করা হচ্ছে।

৩৪৪০ বাই ১৪০০ পিক্সেল রেজল্যুশনের মনিটরটির অ্যাসপেক্ট রেশিও ২১: ৯। এইচডিএমআই ২.১ পোর্ট সুবিধার এ মনিটরে আরও রয়েছে পিকচার ইন পিকচার ও পিকচার বাই পিকচার সুবিধা। ফলে ভিডিও গেমের দৃশ্য নিখুঁতভাবে দেখা যায়। আগামী ২ সেপ্টেম্বর থেকে জার্মানির বার্লিনে অনুষ্ঠিতব্য আইএফএ সম্মেলনে দেখা মিলবে মনিটরটির।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন