You have reached your daily news limit

Please log in to continue


অভিনেত্রী সোনালি ফোগাটকে খুন করা হয়েছে

অভিনেত্রী ও ভারতের বিজেপি নেত্রী সোনালি ফোগাটের মৃত্যু নিয়ে কদিন ধরে আলোচনা চলছিল। পরিবারের দাবি, অভিনেত্রীকে খুন করা হয়েছে। কয়েক দিন আগেই গোয়ায় গিয়েছিলেন অভিনেত্রী তাঁর দলের সঙ্গে।  সেখানই মঙ্গলবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

আর এ নিয়েই শুরু হয় হৈচৈ। অভিনেত্রীর পরিবার প্রথম থেকেই দাবি করে আসছে যে সোনালি দেবীকে খুন করা হয়েছে। তারা উপযুক্ত তদন্তেরও দাবি করেছিল।  

অবশেষে বিজেপি নেত্রী এবং অভিনেতা সোনালি ফোগাটের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করা হয়েছে। জানা গেছে, অভিনেতার শরীরে ‘অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে'। গোয়া পুলিশ তাঁর মৃত্যুর বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করার পরেই এটি প্রকাশ্যে আসে।

ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, 'শরীরে একাধিক ভোঁতা আঘাতের চিহ্ন রয়েছে অভিনেত্রীর। ' অভিনেত্রীকে খুন করা হয়েছে।

আরও জানা গেছে, সোনালিকে গত মঙ্গলবার সকালে উত্তর গোয়ায় অঞ্জুনা এলাকার, সেন্ট অ্যান্টর্নি হাসপাতালে মৃতই আনা হয়েছিল। তখনই একজন পুলিশ কর্মকর্তা বিষয়টিকে সন্দেহের চোখে নিয়েছিলেন।

বুধবার ফোগাটের ভাই রিংকু ঢাকা দাবি করেছিলেন যে অভিনেত্রীকে তাঁর দুই সহযোগী খুন করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাঁর ম্যানেজার সুধীর সাংওয়ান ও বন্ধু সুখিন্দর মিলে ধর্ষণ করে হত্যা করেছে তাঁকে। অভিযোগ, মৃত্যুর আগে সোনালী পরিবারকে জানিয়েছিলেন, সুধীর নাকি তাঁর খাবারে মাদক মিশিয়েছেন।

এ ছাড়া তিনি অভিনেত্রীর দুই সহযোগীর বিরুদ্ধে গোয়া থানায় অভিযোগও দায়ের করেছিলেন।  সোনালি দেবীর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার গোয়া পুলিশ আইপিসির ৩০২ ধারায় একটি হত্যা মামলা নথিভুক্ত করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন