বিরাট নাকি বাবর, বেশি কঠিন কে জানালেন রশিদ

সমকাল প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২, ১৯:৩১

গ্রুপ পর্বে ভারতের বিরাট কোহলি এবং পাকিস্তানের বাবর আজমের সঙ্গে দেখা হচ্ছে না আফগান ঘূর্ণি তারকা রশিদ খানের। বাংলাদেশ-শ্রীলঙ্কা বাধা টপকে সুপার ফোরে যেতে পারলে কাকে বোলিং করা বেশি কঠিন আরেকবার হয়তো বুঝতে পারবেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই লেগি।  


তবে বর্তমান সময়ের সেরা দুই ব্যাটারকেই বোলিং করার অভিজ্ঞতা রশিদ খানের হয়েছে। আইপিএলে যেমন বিরাটের মুখোমুখি হয়েছেন একাধিকবার। তেমনি বাবর আজমের মুখোমুখি হয়ে পাঁচ দেখায় পাঁচবারই তাকে আউট করেছেন। তারপরও রশিদ বলছেন, দু’জন খুব কঠিন।


পাকিস্তানের এক সাংবাদিককে সাক্ষাৎকারে রশিদ খান বলেছেন, ‘আমার কাছে তারা দুজই বোলিং করার জন্য কঠিন ব্যাটার। কোন বাজে বল তারা ছাড় দেবেন না। আমি এই চ্যালেঞ্জটা অবশ্য পছন্দ করি। তাদের বিপক্ষে লুজ বল করার কোন সুযোগই নেই। সুতরাং আমি তাদের মুখোমুখি হওয়ার আগে অনেক বেশি ফোকাসড থাকি।’ 


রশিদ মনে করেন, সেরাদের বিপক্ষে বোলিং করলে সবসময় নিজের ভুল ধরা পড়ে। আরও ভালো করা যায়। উদাহরণ হিসেবে তিনি নেটে সানরাইজার্স হায়দরাবাদের কেন উইলিয়ামসনকে বোলিং করার কথা বলেন, ‘বিরাট-বাবরকে বোলিং করা যেমন মজার তেমনি শেখারও সুযোগ। নেটে উইলিয়ামসনকে বোলিং করার পরে আমাদের অনেক কথা হতো। আইপিএলে বিরাটের সঙ্গেও কথা বলেছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও