You have reached your daily news limit

Please log in to continue


ষড়যন্ত্র ঐক্যবদ্ধ থেকে মোকাবিলা করতে হবে : বিপ্লব বড়ুয়া

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধ থেকে সবাইকে তা মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

শুক্রবার (২৬ আগস্ট) চট্টগ্রামের আমিরাবাদে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভার আয়োজন করে।

সভায় পরাজিত শক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করতে আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান বিপ্লব বড়ুয়া।

বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন উল্লেখ করে ব্যারিস্টার বিপ্লব বলেন, বঙ্গবন্ধু তার কর্ম ও গুণে বাঙালির মাঝে আজীবন অবিস্মরণীয় হয়ে থাকবেন।

সভায় আরও বক্তব্য রাখেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন