কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ডিম-আলুর চপ তৈরির সহজ রেসিপি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২, ১৪:৪৫

বিকেলের নাস্তায় চায়ের সঙ্গে ভাজাপোড়া কিছু না কিছু খেতে মন চায় সবারই। এ সময় পুরি কিংবা চপ খেতে অনেকেই ভালোবাসেন। তারা চাইলে তৈরি করতে পারেন ডিম-আলুর চপ। এমনকি অতিথি আপ্যায়নেও খুব সহজে অল্প সময়ের মধ্যেই তৈরি করতে পারেন এই মজাদার ডিম-আলুর চপ।


জেনে নিন রেসিপি- উপকরণ ১. ডিম ৩টি২. আলু ৫-৬টি৩. মরিচের গুঁড়া ১ চা চামচ৪. ধনেপাতা কুচি ২ টেবিল চামচ৫. ধনিয়া ও জিরার গুঁড়া ২ চা চাম৬. লবণ স্বাদমতো৭. কাচা মরিচ কুচি ১ চা চামচ৮. ব্রেড ক্রামস পরিমাণমতো ও৯. তেল ভাজার জন্য।


পদ্ধতি আলু আর ২টি ডিম একটু লবণ দিয়ে পানিতে সেদ্ধ করে নিন। এরপর ঠান্ডা করে ডিম ও আলুর খোসা ছাড়িয়ে নিন। আলু ভর্তার মতো করে নিন আর সেদ্ধ ডিম চার ফালি করে কেটে নিন। এবার আলুর মধ্যে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও