You have reached your daily news limit

Please log in to continue


ভালো চুমু খাওয়ার টিপস

দাম্পত্য জীবনে ভালোবাসা মানে মন থেকে শুরু করে শরীর সবই৷ ভালোবাসার মানুষটি যেমন হৃদয় জুড়ে থাকে তেমন তাকে নিজের শরীরে মিশিয়ে নিতেও চান সঙ্গী৷ প্রেম, আদর কিংবা যৌনতা – সবকিছুর ক্ষেত্রেই ভীষণ গুরুত্বপূর্ণ চুম্বন। চুম্বন প্রেমিকযুগলের সম্পর্ককে কেবল মজবুত করে। তাই প্রেমকে আরো জোরদার করে তুলতে চুমু একদম পারফেক্ট হওয়া দরকার। মনে রাখা উচিত চমু খাওয়া একটা শিল্প। যিনি যতো ভালো চুমু খান তিনি ততো বেশি আকর্ষণীয়। প্রশ্ন জাগে ভালো চুমু খাওয়া যায় কীভাবে? ভাল চুমু খাওয়ার কয়েকটি টিপস রইল এই প্রতিবেদনে।

>>ভালো চুমু খাওয়ার ক্ষেত্রে সবার প্রথমে যেই জিনিসটি রপ্ত করতে হবে, তাহলো কন্ট্রোল। সংযত থেকে চুমু খেতে হয়। বেশি উত্তেজিত হয়ে চুমু খেতে গেলে হিতে বিপরীত হতে পারে।

>>চুমু পুরোপুরি ঠোঁটের শিল্প। শরীর, সৌন্দর্য – এসবের বাইরে গিয়েও ঠোঁটই চুমুকে পরিপূর্ণতা দান করে। পারফেক্ট চুমুতে প্রয়োজন ঠোঁটের শৈল্পিক ব্যবহার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন