You have reached your daily news limit

Please log in to continue


বাবা হওয়ার পর যেভাবে বদলে গিয়েছেন শহিদ কাপুর

বলিউডের জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুরে মুগ্ধ অনেকেই। লাখ লাখ মানুষ তার অভিনয়ের ভক্ত। এই অভিনেতা একজন সফল জীবনসঙ্গী হওয়ার পাশাপাশি ভালো বাবাও বটে। স্বামী শহিদ কাপুর সম্পর্কে স্ত্রী মীরা রাজপুত এক সাক্ষাৎকারে বলেন, ‘জীবনের সব পদক্ষেপেই সঙ্গীর সমর্থন সত্যিই গুরুত্বপূর্ণ।’

‘শহিদ যেহেতু আমাকে সব সময় সমর্থন করেন, এজন্য হয়তো আমি আরও শান্ত ও সুখী জীবনযাপন করতে পারছি। গর্ভাবস্থাকে কখনো এড়িয়ে যাওয়া উচিত নয়।’ ‘স্বামী-স্ত্রী দুজনেই উচিত তাদের আগত সন্তানকে ঘিরেই নিজেদের ভালোলাগার জগত গড়ে তোলা। আমি ও শহিদ দুজনেই সন্তানদেরকে নিয়ে সুখে আছি।’ শহিদ কাপুর ও মীরা রাজপুত ২০১৫ সালে গাঁটছড়া বাঁধেন।

২০১৬ সালে এই দম্পতি তাদের প্রথম কন্যাসন্তান মিশাকে স্বাগত জানান ও ২০১৮ সালে তাদের দ্বিতীয় সন্তান পুত্র জেইন জন্ম নেয়। বাবা হওয়ার অভিজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে শহিদ একবার এএনআই’কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘পিতৃত্ব একটি জীবন পরিবর্তনকারী অভিজ্ঞতা। সন্তান জন্মের পর সবকিছু বদলে যায়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন