You have reached your daily news limit

Please log in to continue


অতিরিক্ত ঘাম রোগের পূর্ব লক্ষণ

গরমের কারণে অনেকেরই ঘাম হচ্ছে। কারও হঠাৎ করেই বেশি ঘাম হচ্ছে। সাধারণ ব্যাপার ভেবে অবহেলা করা যাবে না। সাধারণত শরীরের ভেতরে একাধিক অসুবিধার কারণে এমন সমস্যা হয়। গরম পড়লে কিংবা পরিশ্রম করলে ঘাম হওয়াটা স্বাভাবিক। কিন্তু একই আবহাওয়া থাকা আপনার পাশের ব্যক্তির চেয়ে আপনি অনেক বেশি ঘামছেন। তাহলে চিন্তার কারণ। কারণ অতিরিক্ত ঘামের পেছনে লুকিয়ে থাকতে পারে কোনো বিশেষ রোগের উপসর্গ। তাই অবহেলা না করে ঘামের সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। কেউ কেউ আছেন ছোট বয়স থেকেই ভীষণ ঘামেন। এতে খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই। তবে হঠাৎ করেই শরীরে ঘাম বেশি হতে শুরু করে। বেশি ঘেমে যাচ্ছেন বলে মনে করেন তাহলে অবশ্যই ঘাম হওয়ার পেছনে কারণ খুঁজে বের করতে হবে। জেনে রাখবেন অতিরিক্ত ঘাম শারীরিক অসুস্থতার পূর্ব লক্ষণ।

কারণ

সাধারণত শরীরের মেটাবলিজম রেটের ওপর ঘাম হওয়া নির্ভর করে। শরীরে মেটাবলিজম বেশি থাকলে বেশি ঘাম হয়। এ ছাড়া বেশি পরিশ্রম করলেও ঘাম হওয়া খুব স্বাভাবিক। হঠাৎ বেশি ঘাম হওয়া হার্ট অ্যাটাকের লক্ষণ। অনেক সময় হার্টের কোনো সমস্যা থাকলে রোগীর বেশি ঘাম হতে পারে। ডায়াবেটিসে রোগীর রক্তে শর্করা কমে গেলে ঘাম হয়। ব্লাডপ্রেশার হঠাৎ বেড়ে গেলেও রোগী বেশি ঘামতে শুরু করেন। অনেক সময় অতিরিক্ত উদ্বেগের কারণে ঘাম হয়। উদ্বেগে হরমোনের ভারসাম্য ব্যাহত হয়। তাই যারা মানসিক চাপে থাকেন তাদের বেশি ঘাম হতে পারে। মেনোপজের সময় অনেক নারীর বেশি ঘাম হতে দেখা যায়। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়লেও এমনটা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন