আজ ফুলবাড়ী ট্রাজেডি দিবস, এশিয়া এনার্জিবিরোধী আন্দোলনের ১৬ বছর
আজ ২৬ আগস্ট, ফুলবাড়ী ট্রাজেডি দিবস। ২০০৬ সালের এই দিনে দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এনার্জির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি ঘিরে রক্তাক্ত হয় দিনাজপুরের এই জনপদ।
দেশের সম্পদ রক্ষার এই আন্দোলনে সেদিন বিশাল সমাবেশে তৎকালীন বিডিআরের গুলিতে নিহত হয়েছিলেন তিন তরুণ—তরিকুল, আমিন ও সালেকিন। আহত হন ২ শতাধিক আন্দোলনকারী।
প্রতিবছর এই দিনটিকে 'ফুলবাড়ী ট্রাজেডি দিবস' হিসেবে পালন করা হয়।
বাংলাদেশে এখন পর্যন্ত ৫টি কয়লা খনির সন্ধান পাওয়া গেছে। এগুলো হলো—দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া ও ফুলবাড়ী কয়লাখনি, বিরামপুরের দিঘিপাড়া, জয়পুরহাটের জামালগঞ্জ ও রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীর কয়লা খনি।