লোনে জমি বা ফ্ল্যাট কিনতে চাইলে

প্রথম আলো প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২, ০৮:৫৭

জমি বা ফ্ল্যাট কেনার জন্য আপনার দরকার লোন। লোন নেওয়ার জন্য খুঁজছেন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান। অন্যদিকে যাঁদের কাছ থেকে লোন নেবেন, তাঁরাও খুঁজছেন আপনাকেই। মানে ফ্ল্যাট বা জমি কেনার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও ঋণ দিতে আগ্রহী।


এখন দুইয়ে দুইয়ে চার হলেই আপনি পাবেন লোন। লোন নিয়ে রামপুরার মহানগরের ৬ নম্বর রোডে ফ্ল্যাট কিনেছেন ইব্রাহিম চৌধুরী। তিনি বলেন, ‌‘ফ্ল্যাট কেনার জন্য একসঙ্গে অনেক টাকার প্রয়োজন। এতগুলো টাকা একসঙ্গে জোগাড় করা আমাদের মতো মধ্যবিত্তদের জন্য বেশ কষ্টসাধ্য। তাই ফ্ল্যাট কেনার জন্য ব্যাংক থেকে লোন নিয়েছি।’


ইব্রাহিম চৌধুরীর মতো অনেকেই রাজধানী ঢাকাসহ বড় শহরে স্বপ্নের ফ্ল্যাট কেনার জন্য আর্থিক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন মেয়াদে লোন নিয়ে থাকেন।


লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের রিটেইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ডিভিশনের ডেপুটি টিম লিডার মো. কামরুজ্জামান বলেন, ‌‘নিজেদের একটি ফ্ল্যাট কেনা প্রায় প্রতিটি মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন। ভাড়া বাসায় মাসে মাসে বাড়িভাড়া গোনার সঙ্গে আছে নানা ঝামেলাও। এ জন্য একটু কষ্ট করে হলেও অনেকেই টাকা জমিয়ে বা ঋণ নিয়ে ফ্ল্যাট কিনছেন। আর্থিক প্রতিষ্ঠানগুলোও এখন আবাসন খাতে আগের চেয়ে বেশি ঋণ দিচ্ছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও