খাবার চিবানোও যখন কষ্টকর
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২, ০৭:০০
দাঁতের সুস্থতা আমাদের খুব প্রয়োজন। দাঁতে ব্যথা হলে সাধারণত আমরা তাকে পালপিটিস বলে থাকি। পালপিটিসের চিকিৎসা হলো রুট ক্যানেল। কখন রুট ক্যানেল করানো জরুরি?
♦ যখন দাঁতে খুব ব্যথা হবে বিশেষ করে খাওয়ার সময় অর্থাৎ খাবার চিবাতে ব্যথা করে।
♦ দাঁতের ভেতর যখন খালি চোখে দেখা যায় না, এ ধরনের ফাঁক থাকে, তখন খুব দাঁত ব্যথা হয়।
♦ মাড়ি ফুলে যায় এবং ব্যথা হয়।
♦ গরম পানি খেলে খুব দাঁতে ব্যথা হয়।
♦ আঘাতজনিত দাঁত ভেঙে গেলে।
♦ দাঁত আকৃতিতে ছোট থাকলে সৌন্দর্যবর্ধনের জন্য দাঁত রুট ক্যানেল করা জরুরি।
♦ মাড়ির রোগের জটিলতা বেড়ে গেলে দাঁত রুট ক্যানেল করতে হয়। সময়মতো রুট ক্যানেল না করানোর ফলাফল সময়মতো পালপিটিসের চিকিৎসা অর্থাৎ রুট ক্যানেল চিকিৎসা না করালে দাঁতের শিকড়ে পুঁজ হয়, যাকে আমরা ডেন্টাল অ্যাবসেস বলে থাকি।