কোহলিকে দেখে চমকে গিয়েছিলাম : রশিদ খান
আর দুই দিন পরই ব্যাট হাতে বাইশ গজে দেখা যাবে বিরাট কোহলিকে। গত প্রায় তিন বছর ধরে তাকে নিয়ে কম সমালোচনা হয়নি। বিরাট কোহলি কেন রান পাচ্ছেন না, কেন সেঞ্চুরি করতে পারছেন না এসব নিয়ে প্রচুর কাটাছেঁড়া করেছেন সাবেক ক্রিকেটাররা। কীভাবে তার ব্যাটে রান আসবে তা নিয়ে নানা পরামর্শও এসেছে।
তবে কোহলিকে নিয়ে একটুও চিন্তিত নন রশিদ খান। আফগানিস্তানের তারকা লেগ স্পিনার জানালেন কোহলিকে নিয়ে তার মুগ্ধতার কথা।
একটি সাক্ষাৎকারে কোহলির প্রসঙ্গে রশিদ বলেন, 'আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে আমাদের (গুজরাট টাইটান্স) ম্যাচ ছিল। ম্যাচের আগের দিন কোহলিকে নেটে ব্যাট করতে দেখেছি। আমি বারবার ঘড়ি দেখছিলাম। সে পাক্কা আড়াই ঘণ্টা ধরে ব্যাট করেছে! ততক্ষণে আমাদের অনুশীলন শেষ। আমি তাকে দেখে চমকে গিয়েছিলাম। পরের দিন সে আমাদের বিপক্ষে ৭০ রান করেছিল। তার মানসিকতা এমনই। তাহলে কীভাবে বলব যে সে খারাপ ছন্দে আছে?'
কোহলি বড় রান করতে না পারলেও তিনি ফর্মে নেই, এ কথা মানতে নারাজ রশিদ। তার মতে, কোহলির প্রতি সমর্থকদের প্রত্যাশার জন্যই এই সমস্যাটা হচ্ছে। রশিদ বলেন, 'কোহলির কাছে সবার আশা অনেক বেশি। সমর্থকরা ভাবে, প্রতি ম্যাচেই সে সেঞ্চুরি করবে। কিন্তু সেটা সম্ভব নয়। সে টেস্টে ৫০, ৬০ বা ৭০ রান করছে। অন্য কেউ এই রান করলে সবাই বলত- দারুণ ফর্মে আছে। কিন্তু কোহলির ক্ষেত্রে সেটাই খারাপ। প্রত্যাশার জন্যই এমনটা হচ্ছে। '