বাজেট তৈরির সময় স্টেক হোল্ডাররা তদবির করতো: পরিকল্পনামন্ত্রী
আমি যখন অর্থ মন্ত্রণালয়ে (অর্থ প্রতিমন্ত্রী) কাজ করতাম, তখন বাজেট তৈরির সময় বিভিন্ন স্টেক হোল্ডাররা তদবির করতে আসতো। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমন মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) নগরীর এনইসি সম্মেলন কক্ষে ‘ক্লাইমেট অ্যাডাপটেশন ফর এ সাসটেইনেবল ইকোনমি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একটা অদ্ভূত বিষয় হলো, আমাদের কিন্তু কিউরিসিটি বেশি। আমি আমার জীবনে দেখেছি পিএইচডি হোল্ডার, ফিজিক্সে পড়াশোনা করে এমন ব্যক্তিরাও তদবির নিয়ে আসতো। আমি যখন ছোটখাট চাকরি করতাম তখনও দেখছি অনেকে তদবির নিয়ে এসেছে। অনেকে বাজেটের পক্ষে কথা বলার জন্য তদবির নিয়ে এসেছে। এমন মানুষ তদবির নিয়ে এসেছে তাদের বিষয়ে আমার ধারণা ছিল না। এম এ মান্নান আরও বলেন, একজন মানুষ তদবির নিয়ে এসেছেন যে, তিনি একটি শিক্ষাপ্রতিষ্ঠান চালাতে চান। এ কারণে সহায়তা চান।