![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-08%252F5b99196e-eada-4d87-aa97-18d745fd7d49%252FCoxs_Bazar_DH0497_20220824_Dolphin_3.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
স্পিনার প্রজাতির ডলফিনটি মরল কীভাবে...
কক্সবাজার সৈকতে ভেসে আসার তিন ঘণ্টা পর মারা যাওয়া ডলফিনটি স্পিনার প্রজাতির। পানিতে নৈপুণ্য দেখিয়ে মানুষকে মুগ্ধ করে যে প্রজাতির ডলফিন, সেটা স্পিনার প্রজাতি। কীভাবে ডলফিনটি মারা পড়ল, সেটা নিয়েই এখন আলোচনা চলছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে কক্সবাজার শহর থেকে ৫৫ কিলোমিটার দূরে উখিয়ার পাটোয়ারটেক সৈকতে ভেসে আসে ডলফিনটি। এর প্রায় তিন ঘণ্টা পর ডলফিনটি মারা যায়।
মঙ্গলবার রাতেই কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের ল্যাবরেটরিতে মৃত ডলফিনের ময়নাতদন্ত সম্পন্ন হয়। আঘাতের কারণে ডলফিনটি মারা গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ প্রসঙ্গে ইনস্টিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার প্রথম আলোকে বলেন, স্পিনার প্রজাতির ডলফিনটির হৃৎপিণ্ডে রক্ত জমাট এবং যকৃতে ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। তবে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। খাদ্যনালিতেও কিছু পাওয়া যায়নি। যকৃতে ক্ষত হওয়ায় সম্ভবত চার থেকে পাঁচ দিন ডলফিনটি খাবার খেতে পারেনি। এ কারণে দুর্বল হয়ে পড়েছিল। পরে দিক্ভ্রান্ত হয়ে গভীর সাগর থেকে অসুস্থ ডলফিনটি উপকূলের দিকে ভেসে আসে। ডলফিনটি স্ত্রী লিঙ্গের।