কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৩ কোটি ৫০ লাখ ডলারে পাইরেসি মামলা নিষ্পত্তি

বণিক বার্তা প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২, ০৯:৫৮

চলতি মাসে ৩ কোটি ৫০ লাখ ডলারে সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাট তার পাইরেসি মামলা নিষ্পত্তি করেছে। যুক্তরাষ্ট্রের ইলিয়নের স্ন্যাপচ্যাট ফিল্টার বা লেন্স ব্যবহারকারীরা এ অর্থ পেতে পারেন বলে জানা গিয়েছে। দ্য ভার্জের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।


প্রতিবেদনে বলা হয়, ফিল্টার ও লেন্সগুলোর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমটি ইলিনয়েসের বায়োমেট্রিক তথ্য গোপনীয়তা আইন (বিআইপিএ) লঙ্ঘন করেছে। স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই বিভিন্ন ডাটা সংগ্রহের অভিযোগ রয়েছে। এর মধ্যে বায়োমেট্রিক ডাটা সংগ্রহ ও সংরক্ষণ, ভয়েসপ্রিন্ট এবং মুখের আকৃতির স্ক্যান সংগ্রহ অন্যতম।


স্ন্যাপচ্যাটের মুখপাত্র পিটার বুগার্ড বলেন, নির্দিষ্ট ব্যক্তিকে শনাক্ত করা যায় এমন কোনো তথ্য কোম্পানি সংগ্রহ করেনি। বরং ডাটাগুলো শুধু ব্যবহারকারীর মোবাইল ডিভাইসে থেকে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও