কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৭ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ ১৭ জেলের

যুগান্তর প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২, ১৭:০৮

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নিখোঁজ চরফ্যাশনের দুই ট্রলারের ১৭ জেলের সন্ধান সাত দিনেও মেলেনি। 



পরিবারের মধ্যে চলছে নদীর পাড়ে পাড়ে সন্ধান ও আহাজারি। জেলেরা কোনো সংকেত না পাওয়ায় দুর্ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন উদ্ধারকৃত জেলেরা।


জানা গেছে, বৈরী আবহাওয়ায় চরফ্যাশনের মোট ১০টি ট্রলার নিখোঁজ ছিল। এর মধ্যে বুধবার পর্যন্ত উদ্ধার হয়েছে আটটি ট্রলার। উদ্ধার হওয়া ট্রলারগুলোতে প্রায় দুই শতাধিক জেলে ছিল। বর্তমানে তারা নিজেদের বাড়িতে অবস্থান করছেন।


এ বিষয়ে জানতে চাইলে চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মতিন খান বলেন, নিম্নচাপের পর থেকেই নিখোঁজ হওয়া ট্রলার ও জেলেদের উদ্ধার করতে কোস্টগার্ড ও নৌপুলিশের কয়েকটি টিম গভীর সমুদ্রে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত বারেক মাঝির ১৩ জেলেসহ উপজেলার বিভিন্ন এলাকার আরও চার জেলে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় বারেক মাঝির পরিবার দক্ষিণ আইচা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও