কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ছয়দিন পর পুঁজিবাজারে মূল্যসংশোধন

টানা ছয় কর্মদিবস উত্থানের পর বুধবার (২৪ আগস্ট) দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। ব্যাংক-বিমা আর্থিক প্রতিষ্ঠানসহ প্রায় সব খাতের শেয়ারের দাম কমায় এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ৩৫ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ৬৬ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে টানা ছয় কর্মদিবস উত্থানের পর আজ দরপতন হলো।


ডিএসইর তথ্য মতে, বুধবার বাজারটিতে ২৬ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৪০২টি শেয়ার কেনাবেচা হয়েছে। যার মূল্য ১ হাজার ১৩৩ কোটি ৭১ লাখ ৬২ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৮৭ কোটি ৪৪ লাখ ১৮ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮০টি কোম্পানির শেয়ার। এর মধ্যে ৭১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২১৫টির, আর অপরিবর্তিত রয়েছে ৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমার দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ৪৭ পয়েন্ট কমে ৬ হাজার ২৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২১ পয়েন্ট কমে ২ হাজার ২৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন