ব্ল্যাক হোলের অতিপ্রাকৃত শব্দ প্রকাশ করলো নাসা
এবার ব্ল্যাক হোল থেকে আসা শব্দের অডিও প্রকাশ করলো নাসা।
রোববার (২১ আগস্ট) একটি অডিও ক্লিপ প্রকাশ করে তারা। পার্সিয়াস গ্যালাক্সি ক্লাস্টারের কেন্দ্রের বিশাল ব্ল্যাক হোল থেকে নির্গত শব্দ শোনা যাচ্ছে সে অডিওতে।
ব্ল্যাক হোল থেকে নির্গত শব্দ তরঙ্গ এমনভাবে সম্পাদনা করা হয়েছে যাতে মানুষের কান তা শুনতে পারে।
এতদিন ধারণা করা হতো মহাকাশে কোনো শব্দ নেই। কিন্তু এ ধারণা ভুল ছিল বলে উল্লেখ করে নাসা।
- ট্যাগ:
- প্রযুক্তি
- তরঙ্গ
- ব্ল্যাক হোল
- নাসা