কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হোলি ওয়াটার কেলেঙ্কারিতে আর্জেন্টিনা হারিয়েছিল ব্রাজিলকে

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২, ১৪:৪৬

বিশ্ব ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ যেন সবকিছুকে ছাপিয়ে বাড়তি এক উত্তেজনা। এ দিন যেন বিশ্ব দু’ভাগে বিভক্ত হয়ে যায়।  আর বিশ্বকাপের মতো বড় আসরে হলে তো কথাই নেই। সবার মনে থাকবে ১৯৯০ সালের ব্রাজিল-আর্জেন্টিনার খেলার কথা। সেবার আর্জেন্টিনা ১-০ গোলে জিতলেও এক ছলনার আশ্রয় নিয়েছিল ম্যারাডোনা বাহিনী। যে ঘটনা ফুটবল ইতিহাসে 'হোলি ওয়াটার কেলেঙ্কারি' নামে পরিচিত।


সে সময় অস্বীকার করলেও ১৫ বছর পর তা স্বীকার করে নিয়েছিলেন আর্জেন্টিনার ফুটবল ইশ্বর দিয়াগো ম্যারাডোনা।  ঘটনার সূত্রপাত ১৯৯০ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে। বিশ্ব আসরে প্রথমবার ব্রাজিলকে হারানোর ছক আঁকছিল আর্জেন্টিনা।  শুরুর পর থেকেই খেলা চলে সমানে সমান। কেউ কাউকে গোল দিতে পারছিল না।


প্রথমার্ধের পর, দ্বিতীয়ার্ধেও ছিল একই অবস্থা। ডুঙ্গা-অ্যালেমাওর সঙ্গে ব্রাঙ্কোর কৌশলের কাছে মাত খাচ্ছিলেন ম্যারাডোনা-ক্যানিজিয়া। এরই মধ্যে আহত হন আর্জেন্টাইন মিডফিল্ডার পেদ্রো ত্রগলি। খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। এরপর খেলা শুরু হতেই, বদলে যায় ম্যাচের দৃশ্যপট। ৮১ মিনিটে ব্রাঙ্কোকে ফাঁকি দিয়ে গোল করেন ক্যানিজিয়া, অ্যাসিস্টে ছিলেন ম্যারাডোনা। ব্রাঙ্কো সে সময় কিছু বোঝাতে চাইছিলেন সতীর্থদের, তবে ম্যাচ পরিস্থিতিতে কেউই পাত্তা দেয়নি তাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও